EIIN : 115348
School Code : 115348 Abdul Kasem Sorok, Chuadanga sadar, Chuadanga; 01309115348
Chuadanga Govt Girls' High School চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় Abdul Kasem Sorok, Chuadanga 7200, Chuadanga sadar, Chuadanga
01309115348; sss115348@gmail.com
প্রধান শিক্ষক

    একটি সভ্য জাতি বিনির্মানে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার রস ও মার্ধুয নিয়ে প্রতিটি মানুষ যখন নিজেকে সঠিক কাজে উৎর্সগ করে তখন জাতির কল্যাণ নিশ্চিত হয়। আবার শিক্ষালাভের মধ্য দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সে সত্য আবিষ্কার করেতে সক্ষম হয়।

    অত্র বিদ্যালয় টি শুরু থেকেই শিক্ষার গুনগত মানকে সমুন্নত করে আসছে। দক্ষ গভর্নিংবডির প্রত্যক্ষ তত্ত্বাবধানে অভিজ্ঞ, সৃজনশীল, উদ্যমী ও ত্যাগী শিক্ষক-শিক্ষিকার পরিচর্যায় তৈরি হচ্ছে অসীম জ্ঞানের এক নিকুঞ্জ। আর তা থেকে বেড়িয়ে আসছে এক আত্মবিশ্বাসী জাতি। ভর্তি প্রক্রিয়া, ফলাফল তৈরী ও প্রকাশ, বিশেষ করে শ্রেণী কক্ষে পাঠদানে রয়েছে অত্যাধুনিক ও ডিজিটাল পদ্ধতি।

    আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইট টি সকল শিক্ষার্থী, অভিভাবক ও সাধারন মানুষের জন্য রয়েছে উন্মুক্ত। মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা সহ কারিগরি শাখা চালু আছে। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিদ্যমান। প্রভাতি শাখায় বালিকা ও দিবা শাখায় বালক শিক্ষার্থী পড়াশুনা করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ঐতিহ্যবাহী এই স্কুলের সাথে সংশ্লিষ্ট সকলের সুন্দর জীবন কামনা করছি।